Wellcome to National Portal
Main Comtent Skiped

কী সেবা কীভাবে পাবেন

০১। সরকার নির্দেশিত জনগণের মাঝে নিরাপদ পানীয় জল সরবরাহ ব্যবস্থা নিশ্চিত করণ।

০২। স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন উৎপাদন।

০৩। স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রমে জনগণকে উদ্ভোদ্ধ করণ।

০৪। পানিবাহিত রোগ সম্পর্কে জনগণকে সচেতন করণ।

০৫। খাবার পানির গুণগত মান পরীক্ষার (বিশেষত আর্সেনিক, আয়রণ) পরীক্ষা করণ ও পর্যবেক্ষণ করণ।

০৬। আপদকালীন (যেমন-বন্যা, ঘুর্ণিঝড়, অতিবৃষ্টি) সময়ে জরুরী পানি সরবরাহ ও স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করণ।

০৭। স্বল্প মূল্যে স্বাস্থ্য সম্মত ল্যাট্রিন ও নলকূপের খুচরা যন্ত্রাংশ সরকার কর্তৃক নির্ধারিত মূল্যে বিক্রয় করণ।

০৮। ১০০% স্যানিটেশন কভারেজ নিশ্চিত করণ।

০৯। টেকসই পরিবেশ নিশ্চিত করণ।