১৯২৪-ডিপিএইচই(বেঙ্গল) হিসেবে যাত্রা শুরু হয়। এর প্রধান কাজ ছিল পাইপড ওয়াটার সাপ্লাই।
১৯৩৬- হ্যান্ড টিউবওয়েল (HTW) প্রজেক্ট শুরু।
১৯৪৭-ডিপিএইচই (পূর্ব পাকিস্তান) হিসেবে কার্যক্রম শুরু করে। ঢাকা, চট্টগ্রাম ও অন্যান্য শহরে পাইপড ওয়াটার সাপ্লাই শুরু।
১৯৬৩- ঢাকা ও চট্টগ্রাম ওয়াসার জন্মলাভ।
১৯৭২- যুদ্ধ পরবর্তী গ্রামীণ পানি সরবরাহের দায়িত্ব ডিপিএইচই কে প্রদান।
১৯৮০-বিভাগীয় শহরে পাইপড ওয়াটার সাপ্লাই কার্যক্রম শুরু।
১৯৮৩-উপজেলা হেড কোয়ার্টারে পানি সরবরাহ কার্যক্রম শুরু।
১৯৮৭-রাজশাহী ওয়াসার জন্মলাভ।
১৯৯৩-নতুন ৪২ টি জেলায় নির্বাহী প্রকৌশলীর পদ সৃষ্টি। ষাটের দশকে সৃষ্ট উপ-বিভাগীয় প্রকৌশলীর কার্যালয়, কিশোরগঞ্জ- নির্বাহী প্রকৌশলীর কার্যালয়, কিশোরগঞ্জ হিসেবে উন্নীত।
২০০৮-খুলনা ওয়াসার জন্মলাভ।
২০০৯-উপজেলা পর্যায়ে সহকারী প্রকৌশলীর পদ সৃষ্টি করা হয়।
২০১৪-জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের বাংলাদেশের প্রথম নারী প্রধান প্রকৌশলী হিসেবে দ্বায়িত্বভার গ্রহন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস